Advertisements


আগামী তিন দিনের বৃষ্টির পূর্বাভাস । ৯ থেকে ১১ই মার্চ ২০২৩

সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী ভারতের উপর অবস্থানরত পূর্ববর্তী পশ্চিমা লঘুচাপ/ঝঞ্ঝাটি আরো কিছুটা পূর্ব দিকে সরে এসেছে। যার প্রভাবে ভারত ও বাংলাদেশের আকাশ অনেকটা মেঘলা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের উপর কিছুটা বৃষ্টি হতে দেখা গেছে। বৃষ্টিবাহী মেঘ বর্তমানে (সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট) রাজশাহী বিভাগের  কিছু অংশে ও খুলনা বিভাগের উত্তর অংশের খুব কাছাকাছি অবস্থান করছে।

এবং রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলে কিছুটা হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। মেঘটি আজ রাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে মেঘটি দুর্বল হয়ে শেষ হয়ে যেতে পারে। তবে শেষ হয়ে যাওয়ার আগে আজ রাতে রাজশাহী , নাটোর, চাপাই নবাবগঞ্জ, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায়  হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা বা মেঘলা মেঘলা  থাকতে পারে।  তবে বৃষ্টিপাতের  অঞ্চল সংখ্যা অনেকটাই কম  থাকতে পারে।  মূলত কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা  বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।  এর মধ্যে দুই এক জায়গায় স্থানীয়ভাবে কিছুটা বজ্র বৃষ্টি হলেও হতে পারে , যার নির্দিষ্ট অঞ্চল উল্লেখ করা সম্ভব নয়। আজকে দেশের আকাশ অধিকাংশ স্থানে মেঘলা মেঘলা থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও পাওয়া যায়নি। 

আগামী কয়েক দিনেও একই রকম  আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, বিশেষ করে ১১ তারিখ পর্যন্ত।  এরপর আকাশ  পুনরায়পরিষ্কার হয়ে যেতে পারে  এবং  উজ্জ্বল রোদের দেখা মিলতে পারে।  সেই সাথে আগামী তিনদিন পর দেশের বেশ কিছু এলাকায় বিশেষ করে খুলনা রাজশাহী বিভাগের আশেপাশে  কয়েকটি অঞ্চলে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে।


দেশের কোথাও কোথাও হালকা  বা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়ে যায়। এছাড়া ১১ তারিখের পর দেশের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। এর পর মার্চের মাঝামাঝি নতুন বৃষ্টিবলয় (জুই-২) আসার সম্ভাবনা রয়েছে।
আপডেটঃ  ৮ই মার্চ ২০২৩  , সন্ধ্যা ৭:৪৫ মিনিট

নিম্নে বিভিন্ন আবহাওয়া মডেলের আগামী ৩ দিনের বৃষ্টিপাত এর পূর্বাভাস দেখানো হলো। (Source: Tropicaltidbits)

ECMWF Model

GFS Model

উপোরোক্ত মডেল ২টির মধ্যে ECMWF দেশে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছেনা। অন্যদিকে GFS মডেল উক্ত সময়েই হালকা/গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে। তবে আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার অনুযায়ী BWOT কর্তৃক হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা পাওয়া গিয়েছিল, যা বর্তমানে কার্যকর হচ্ছে।

Advertisements


Advertisements