Advertisements


বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় “মোখা” । ৭ – ১৪ ই মে ২০২৩

🌀 সামুদ্রিক সিস্টেম পূর্বাভাস 🌀 (আপডেট নং -১)
BWOT এর দীর্ঘ মেয়াদী গবেষনা বলছে যে, আগামী ৭ থেকে ৮ মে এর ভিতরে বঙ্গোপসাগরে সিস্টেম সৃষ্টি হওয়ার পরিবেশ অনুকূল হতে যাচ্ছে যা উপযুক্ত পরিবেশ পেলে ১০ থেকে ১১ মে এর দিকে ঘূর্ণিঝড় “মখা/মোখা(Mokha)” তে পরিণত হতে পারে । ১৪ থেকে ১৫ তারিখ যে সব উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় ঝুঁকির আওতায় রয়েছ তা নিচে তালিকাভুক্ত করে দেওয়া হলো……….

🔴১)সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ( সম্ভাবনা ৭০% ) >( বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ )
উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো -সুন্দরবন, সাতক্ষীরা, বাগেরহাট ,খুলনা কুয়াকাটা , পটুয়াখালী, ,বরিশাল ,ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা হাতিয়া,লক্ষীপুর ,ফেনি থেকে চট্টগ্রাম ।
ভারতের মধ্য উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ এর উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো পুরি, ব্রাহ্মপুর ,পারাদ্বীপ,চান্ডিপুর,দীঘা ,কলকাতা, গঙ্গাসাগর।

🟠২)ঝুঁকিপূর্ণ ( সম্ভাবনা ৩০% ) > ( ভারতের  উত্তর অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ )
উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো বিশাখাপাত্নাম, শ্রীকাকুলাম ও চট্টগ্রাম থেকে কক্সবাজার ও মায়ানমারের আরাকান রাজ্য।


🟡৩)মাঝারি ঝুঁকিপূর্ণ> মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের মধ্য আন্দ্রাপ্রদেশের কিছু অংশ ।

🟢৪)কম ঝুঁকিপূর্ণ >মায়ানমারের পশ্চিম উপকূল এবং ভারতের দক্ষিন আন্দ্রাপ্রদেশে ।

👉জটিল প্রাকৃতিক ক্রিয়া-কলাপ ও দক্ষিণ চীন সাগরের সম্ভাব্য সিস্টেমের  এর কারনে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

❗বিঃদ্র: আপনারা দয়া করে এই আপডেট কে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে আতঙ্কিত হবেন না। এটা অতিসাধারণ বার্তা মাত্র।

নোট>>বর্তমানে বৃষ্টি বলয় ‘” নীহারিকা ” চলছে আগামীতে বৃষ্টি বলয় (নীহারিকা-২ অথবা তুফান) আসতে যাচ্ছে………..

👉গুজব এড়াতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন। এবং আমাদের BWOT এর সাথেও থাকতে পারেন।

✔️আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন ভয়ের কিছু নেই, সামনে আরো পোস্ট আসবে।
🛰BWOT HQ Dhaka Bangladesh
🕑আপডেট: ৩ মে, ২০২২ । রাত ১০ টা ৫৫ মিনিট।
ধন্যবাদ সবাইকে ©Bangladesh Weather Observation Team (BWOT)

Advertisements


Advertisements