Advertisements


সাপ্তাহিক আবহাওয়া পূর্বাভাস । তারিখ : ১৯ শে আগস্ট হতে ২৫ শে আগস্ট ২০২৩ পর্যন্ত।

সাপ্তাহিক আবহাওয়া পূর্বাভাস । তারিখ : ১৯ শে আগস্ট হতে ২৫ শে আগস্ট ২০২৩ পর্যন্ত।
সৌজন্যেঃ BANGLADESH WEATHER OBSERVATION TEAM- BWOT

আকাশ : এই সপ্তাহে ২১ শে আগস্ট পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতেপারে দেশের অধিকাংশ এলাকায়।
এবং ২২ শে আগস্ট হতে দেশের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা বৃদ্ধি পেতেপারে, বিশেষকরে দেশে উত্তর অঞ্চলে।

বৃষ্টি : গত সপ্তাহ অপেক্ষা এই সপ্তাহে দেশের সার্বিক বৃষ্টির পরিমান বেশ কম থাকতেপারে। তবে ২২ তারিখ হতে দেশের সার্বিক গড় বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতেপারে।


২১ শে আগস্ট পর্যন্ত দেশের কিছু কিছু স্থানে খন্ডকালীন বৃষ্টির সম্ভাবনা আছে সাময়ীক সময়ের জন্য।
তবে ২২ তারিখ হতে দেশের উপর বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতেপারে, বিশেষকরে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি।
এবং ২৪ ততারিখ হতে দেশের অভ্যন্তরে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতেপারে।

তাপপ্রবাহ : চলতি সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা মৃদু তবে সারাদেশে বেশ ভ্যাবসা গরম অব্যাহত থাকবে। ২২ তারিখের পর উত্তর অঞ্চলে গরম কমে আসবে।

বজ্রপাত : চলতি সপ্তাহে দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় স্বাভাবিক বজ্রপাত থাকতে পারে। দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলে তুলনামূলক বেশি বজ্রপাত থাকতেপারে ২২ তারিখ হতে।

বৃষ্টিবলয় : প্রবল মৌসুমী বৃষ্টিবলয় ঈশান চলবে ২২ শে অগাস্ট হতে ২৮ শে অগাস্ট পর্যন্ত।

বন্যা : চলতি সপ্তাহে শেষ দিকে দেশের রংপুর, সিলেট, বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সম্মুখীন হতেপারে।

খরা : স্বাভাবিক।

দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : ২১ শে অগাস্ট পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ থেকে ৬ ঘন্টা করে সূর্যের কিরণ পাওয়া যাবে।
এরপর দেশের উত্তর অঞ্চলে সূর্যের আলো কম পাওয়া যাবে।

সিস্টেম : চলতি সপ্তাহে বঙ্গপোসাগরে কোন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই।

সাগর উত্তাল : সপ্তাহ শুরুতে মানে ১৯ শে আগস্ট মৌসুমী বায়ুর তারতম্যের কারনে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে, ফলে মাছধরা নৌকা ও ট্রলার হয়তো গভীর সাগরে যেতে পারবে না। তাই উপকূলের কছাকাছি থেকে সরকারী নির্দেশনা মেনে চলুন।

বিবরন : এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে কিছুটা কম বৃষ্টি হতেপারে।
আসলে চলতি সপ্তাহের প্রথম দিকে মৌসুমী অক্ষরেখা দেশের অভ্যন্তরে সক্রিয় না থাকায় বৃষ্টি কম হবে, তবে সপ্তাহ শেষে মৌসুমি অক্ষরেখা দেশের উত্তরে চলে আসলে বৃষ্টির পরিমান বৃদ্ধি পাবে উত্তর অঞ্চলে।

নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে। সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।
*Disclaimer: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

ধন্যবাদ : ©Bangladesh Weather Observation Team (BWOT)
পোস্ট আপডেট : ১৮ ই আগস্ট রাত ১১ টা বেজে ২২ মিনিটে।
Update : 18th August at 11:22 pm BST
নিচে ECMWF মডেলের ৭ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখানো হলো।

Advertisements


Advertisements