Advertisements


ধেঁয়ে আসছে বৃষ্টি বলয় শীতল । ১৭ ই জানুয়ারী রাত হতে ১৯ শে জানুয়ারী সকাল পর্যন্ত

ধেঁয়ে আসছে দেশের দিকে হালকা থেকে প্রায় মাঝারি শক্তিশালী আংশিক ক্রান্তীয় বৃষ্টি বলয় শীতল। এটি একটি দুর্বল ক্রান্তীয় রেইন বেল্ট।

এটি একটি কম বজ্রপাত যুক্ত বৃষ্টিবলয়, এই বৃষ্টি বলয়ে বেশিরভাগ এলাকায় কোনো ঝড় নেই।।


এটি চলতি বছরের প্রথম বৃষ্টিবলয়, এই বৃষ্টি বলয়ের প্রথমদিকে দেশের পশ্চিম অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে। ও পরবর্তী সময়ে দেশের অন্যান্য কিছু স্থান আক্রান্ত হতে পারে।


সময়সূচি : ১৭ ই জানুয়ারী গভীর রাত হতে ১৯ শে জানুয়ারী সকাল পর্যন্ত। বেশি সক্রিয়, ১৮ ই জানুয়ারী দুপুরের আগে।

সর্বোচ্চ সক্রিয়: খুলনা বিভাগের বেশকিছু এলাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকা।
মাঝারি সক্রিয়ঃ রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের কিছু এলাকা।
কম সক্রিয় : দেশের বাকি এলাকা।
নাম : দুর্বল ক্রান্তীয় বৃষ্টি বলয় শীতল ২
টাইপ : ক্রান্তীয় বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : আংশিক বৃষ্টিবলয়।
বৃষ্টিবলয় নামকরণে : BWOT

নোট : বৃষ্টি বলয় শীতল২ চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময়ই আকাশ মেঘাছন্ন থাকতেপারে।

বিবরন : এই বৃষ্টিবলয় আগামী ১৭ ই জানুয়ারী গভীর রাতে খুলনা বিভাগের পশ্চিম অংশ দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও আগামী ১৯ শে জানুয়ারী সিলেট চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতেপারে। এই বৃষ্টিবলয়টি চলাকালীন সময়ে খুলনা বিভাগের কিছু এলাকায় একটানা (হালকা/মাঝারি) বর্ষন হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ।

এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের কোথাও বন্যার সম্ভাবনা নেই।

বৃষ্টিবলয় শীতল ২ চলাকালীন সময়ে দেশের উপর শৈত্যপ্রবাহ সক্রিয় থাকবে না ইনশাআল্লাহ।

শীতল২ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই নিরাপদ থাকতেপারে।
শীতল২ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আসুন একনজরে দেখেনেই শীতল২ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ০২ মিলিমিটার
খুলনা ২০ মিলিমিটার
বরিশাল ১০ মিলিমিটার
সিলেট ০২ মিলিমিটার
ময়মনসিংহ ০১ মিলিমিটার
রাজশাহী ০৭ মিলিমিটার
রংপুর ০২ মিলিমিটার
চট্টগ্রাম ০২ মিলিমিটার

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় শীতল২ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

সিলেট। ০১+

সুনামগঞ্জ। ০১+

হবিগঞ্জ। ০০+

মৌলভীবাজার। ০১+

রংপুর, ০২+

দিনাজপুর, ০১+

ঠাকুরগাঁও। ০০+

পঞ্চগড় ০২+

নীলফামারী ০০+

লালমনীরহাট। ০১+

কুড়িগ্রাম। ০২+

গাইবান্ধা ০০+

জয়পুরহাট। ০১+

নওগাঁ ০০+

বগুড়া ০২+

চাঁপাইনবাবগঞ্জ। ১০+

রাজশাহী ০৫+

নাটোর। ০৫+

সিরাজগঞ্জ। ০৪+

পাবনা ০৫+

খুলনা(উত্তর), ১৮+

খুলনা(দক্ষিণ), ২০+

সাতক্ষীরা(উত্তর) ২০+

সাতক্ষীরা(দক্ষিণ) ২৫+

বাগেরহাট(উত্তর) ১৫+

বাগেরহাট(দক্ষিন) ১৮+

যশোর, ১৫+

নড়াইল। ১৪+

মাগুরা ১০+

ঝিনাইদহ। ১২+

চুয়াডাঙ্গা ১৫+

মেহেরপুর। ১৫+

কুষ্টিয়া ০৫+

বরিশাল, ০৮+

পিরোজপুর। ১০+

ঝালকাঠি ১২+

পটুয়াখালী ০৭+

বরগুনা ০৮+

ভোলা ০৫+

চট্টগ্রাম, ০২+

ফেনী ০০৫+

লক্ষ্মীপুর ০২+

চাঁদপুর। ০২+

কুমিল্লা ০১+

ব্রাহ্মণবাড়িয়া ০১+

খাগড়াছড়ি ০০+

রাঙ্গামাটি ০০+

বান্দরবান। ০০+

কক্সবাজার। ০১+

নোয়াখালী, ০১+

ঢাকা ০২+

গোপালগঞ্জ। ১২+

মাদারীপুর। ০৭+

শরিয়তপুর ০৫+

ফরিদপুর। ০৮+

রাজবাড়ী ০৬+

মানিকগঞ্জ। ০২+

মুন্সীগঞ্জ। ০২+

নারায়ণগঞ্জ। ০০+

নরসিংদী ০০+

গাজীপুর। ০১+

টাঙ্গাইল। ০০+

কিশোরগঞ্জ। ০১+

ময়মনসিংহ। ০০+

জামালপুর। ০০+

শেরপুর। ০১+

নেত্রকোনা ০০+

কলকাতা (পশ্চিমবঙ্গ) ২৫+ মিলিমিটার।
২৪ পরগনা ৩০+
বৃষ্টি বলয় শীতল২ চলাকালীন সময়ের ভেতরে পশ্চিমবঙ্গ ( ইন্ডিয়া) ও দেশের দক্ষিণ পশ্চিম এর কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি ও কিছুটা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।

এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে। ও কোন জেলায় বৃষ্টি থাকা সত্ত্বেও সেই জেলার কিছু এলাকায় বৃষ্টি একদমই না ও হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় শীতল২ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।
পরবর্তী বৃষ্টি বলয়ের নামঃ জুঁই

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team – BWOT
Graphic: মশিয়ার রহমান জনি,
পোস্ট টাইপ: পারভেজ আহমেদ পলাশ।
[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৬ ই জানুয়ারী রাত ০৯ টা বেজে ০ মিনিটে, ২০২৪ সাল

Advertisements


Advertisements