Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে তাপপ্রবাহ দাবানল। এটি একটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ।

ধেঁয়ে আসছে দেশের দিকে তাপপ্রবাহ দাবানল। এটি একটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ।

সময়কাল : ২৩ শে এপ্রিল হতে ৩০ শে এপ্রিল পর্যন্ত।
তাপপ্রবাহ দাবানল একটি আংশিক তাপপ্রবাহ, মানে এটি সারাদেশে তাপপ্রবাহ ঘটাবে না।

মুলত ২১ শে এপ্রিল হতে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং এটি ২৩ তারিখ হতে তাপপ্রবাহে রুপ নিতে শুরু করবে।
তাপপ্রবাহ দাবানল এক পর্যায়ে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা +৪০° সেলসিয়াস এর ঘরে পৌছাতে পারে।

তাপপ্রবাহ দাবানলে চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
ও ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি তাপপ্রবাহ ও খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এসময় বৃষ্টি হবে কি?

তাপমাত্রার দাবানল চলাকালীন সময়ে সিলেট বিভাগে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই সিলেট বিভাগে কোন তাপপ্রবাহ আসছে না।


তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের মধ্য ও পশ্চিম অঞ্চলে বৃষ্টির পরিমান বেশ কম থাকতে পারে, তবে ২/১ জায়গায় মাঝেমধ্যে হটাৎ পশ্চিম আকাশ কালো করে আকস্মিকভাবে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে।

বৃষ্টিপাত: দেশের অন্যত্র তাপ প্রবাহ চললেও সিলেট বিভাগে তাপ প্রবাহের সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বরং এ সময়ে সিলেট বিভাগে অন্যান্য সময়ের তুলনায় আরো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে নিচু এলাকা প্লাবিত/জলাবদ্ধ হওয়ার মতো আশঙ্কা থেকে যায় এপ্রিলের শেষ সপ্তাহে।

অগ্নিকান্ডের সতর্কতাঃ 

তাপপ্রবাহ দাবানলে দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় শুষ্ক গরম আবহাওয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটানোর জন্য আদর্শ হতে পারে তাই সবাই সাবধান থাকবেন।

তাপপ্রবাহ দাবানলের পরে দেশের দিকে একটি বৃষ্টি বলয় আসতে পারে। এরপর তাপপ্রবাহ অগ্নি দেশে আসতে পারে।

এই বছর এর তাপপ্রবাহ গুলি গতবছর অপেক্ষা কিছুটা দুর্বল থাকতে পারে।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements