Advertisements


১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস ।। কোথায় কি হতে পারে জেনে নিন

আগামী ১০ দিনের আবহাওয়া | ২৭ শে ফেব্রুয়ারী হতে ৮ ই মার্চ ২০২৩ পর্যন্ত।
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতেপারে এইসময় দেশের সার্বিক অবস্থা!
.
আকাশ : মার্চের ৬ তারিখ পর্যন্ত দেশের আকাশ অধিকাংশ এলাকায় অনেকটাই পরিস্কার থাকতেপারে। তবে ৭ ই মার্চ থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতেপারে।
বৃষ্টি : আগামী ৮ ই মার্চ পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা কম, এরপরও সিলেট ও পঞ্চগড় জেলার কিছু এলাকায় সামান্য কিছুটা বৃষ্টি হলেও হতেপারে।
.
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : আগামী ৬ ই মার্চ পর্যন্ত গড়ে প্রতিদিন দেশের আকাশে ৩ থেকে ৫ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের কিরণ পাওয়া যেতেপারে ও ৪ থেকে ৬ ঘন্টা করে ম্লান সূর্যের কিরণ পাওয়া যেতেপারে।
ও ৭ ই মার্চের পর গড় সূর্যের কিরণ বেশ হ্রাস পেতেপারে।
.
তাপমাত্রা : এইসময় দেশের অধিকাংশ এলাকায় রাতে হালকা শীত অনুভূতি হলেও দিনের সময় বেশ গরম অনুভূতি হতেপারে, শুস্ক গরম।
শৈত্যপ্রবাহ : নেই।
তাপপ্রবাহ : উক্ত সময়ে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতেপারে দুপুরের দিকে প্রতিদিন।
.
কালবৈশাখী : নেই
বজ্রপাত : নেই
ধোঁয়াশাছন্ন : দেশের আকাশ হালকা থেকে মাঝারি ধরনের ধোঁয়াশাছন্ন থাকতেপারে।
বৃষ্টিবলয় : উক্ত তারিখের ভেতরে দেশের কোথাও বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম।
সমুদ্র : উক্ত সময়ে দেশের উত্তর বঙ্গপোসাগর সম্পুর্ন নিরাপদ থাকতেপারে।
.
নোট : এইকদিন দেশের আবহাওয়া বেশ স্বাভাবিক ও শুস্ক থাকতেপারে।
দেশের উপকূলীয় কিছু এলাকায় সকালের দিকে মাঝারি/ঘন কুয়াশাছন্ন থাকতেপারে।
দুপুরের পর বেশ শুস্ক গরম আবহাওয়া ও শেষ রাত ও ভোরে আরামদায়ক শীতল আবহাওয়া অনুভব হতেপারে। ৭ ও ৮ ই মার্চ দেশের আকাশ মেঘলা করতেপারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
কৃষক ভাইয়েরা আপনারা আপনাদের জমিতে নিয়মিত পানি দিতে পারেন ও যারা রোদের কাজ করছেন তারা স্বাভাবিকভাবে রোদের কাজ চালিয়ে যেতেপারে।
.
আবহাওয়ার পূর্বাভাস যদি কিছুটা পরিবর্তন হয় তাহলে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দিবো ইনশাআল্লাহ।
নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সবসময় আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
Bangladesh weather observation team (BWOT)
আপডেট : ২৭ শে ফেব্রুয়ারী সকাল ১০ টা বেজে ১২ মিনিটে।

Advertisements


Advertisements