Advertisements


সন্ধ্যা রাতের মধ্যেই উপকূল অতিক্রম করতে পারে সাধারণ ঘূর্ণিঝড়

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2025-10-02
  • Reading time:2 mins read
  • Post author:
উপকূল অতিক্রম করতে পারে সাধারণ ঘূর্ণিঝড়

সন্ধ্যা রাতের মধ্যেই উপকূল অতিক্রম করতে পারে সাধারণ ঘূর্ণিঝড়।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে একটি সাধারণ ঘূর্ণিঝড় (JTWC/১মিনিট স্থিতি)। তবে ৩ মিনিট স্থিতি অনুযায়ী এটি এখনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি(IMD)। কিন্তু এটি বর্তমানে অতি গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে যা প্রায় সাধারণ ঘূর্ণিঝড় মাত্রার কাছাকাছি অবস্থা। 

এটি আরো উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এবং ধীরে ধীরে দুর্বল হতে শুরু করতে পারে।

সুতরাং উপকূলের নিকটবর্তী হওয়ায় এটির আর শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই। বরং এখন থেকে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।

এটি দক্ষিণ উড়িষ্যায় আঘাত হানলে বাংলাদেশে কি কি প্রভাব থাকবে?

সিস্টেমটি দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত হানলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের না পড়লেও, এর প্রভাবে আজ ও আগামীকাল বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে।


বৃষ্টি: বর্তমানে বাংলাদেশে বৃষ্টি বলয় “প্রবাহ” চালু আছে। এর প্রভাবে ইতোমধ্যে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাত আগামী ৫/৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ স্থানে অব্যাহত থাকতে পারে। এবং শেষ দিকে রাজশাহী রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারেন।

সিস্টেমটির বর্তমান তথ্যাবলীঃ

Advertisements


Advertisements