Advertisements


আবহাওয়া কখন থেকে স্বাভাবিক হবে? পরবর্তী বৃষ্টিপাত কবে?

আবহাওয়া কখন থেকে স্বাভাবিক

আবহাওয়া কখন থেকে স্বাভাবিক হবে? পরবর্তী বৃষ্টিপাত কবে?

গতরাত থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির পরে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে।

তবে সকল স্থানে একই সময়ে আবহাওয়া স্বাভাবিক হবেনা।ইতোমধ্যে ঢাকা বিভাগের সকল এলাকায় এবং চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। তবে আকাশ এখনো মেঘলা রয়েছে।  

এবং বাকী এলাকায় আগে থেকেই বৃষ্টিপাত ছিল না এবং আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে বিক্ষিপ্ত কিছু বজ্র বৃষ্টি হয়েছে , যা কমে এসেছে। 

আজকের বাকি সময়ে ও আগামীকাল দুপুর পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টি আছে?

চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে আপাতত বৃষ্টি কমে আসলেও এই বিভাগ গুলোর দক্ষিণের জেলা সমূহে  যেমন কক্সবাজার বান্দরবান চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা ও পার্শ্ববর্তী এলাকার কিছু কিছু অংশে আজকে বিকাল থেকে আগামীকাল দুপুরের মধ্যে আবারো নতুন করে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকার বেশ কিছু স্থানে রাত পর্যন্ত আরো ১/২ দফা বৃষ্টির সম্ভাবনা আছে।


সেই সাথে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমের জেলা গুলোতে যেমন নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে।

এছাড়া রাতের দিকে সিলেট বিভাগের উত্তর পূর্ব দিকের কিছু এলাকায় যেমন সিলেট জেলা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হতে পারে। 

আগামীতে বড় বৃষ্টি কবে আসতে পারে?

আগামী ২৬ তারিখ রাতে ও ২৭ তারিখ সকালে দেশের পূর্বাঞ্চল দিয়ে আবারো একটি বজ্রবৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে এদের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় তখন বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও ওই একই সময়ে দেশের উপকূলীয় এলাকার এবং দক্ষিণাঞ্চলে ঝাকে ঝাকে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। 

* এরপর আগামী ২ বা ৩রা অক্টোবর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি সিস্টেমের হাত ধরে আঘাত হানতে পারে নতুন বৃষ্টি বলায়। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে ইনশাআল্লাহ।

নোটঃ উল্লেখিত সময় ব্যতীত বাকি দিনগুলোতে দেশের কোথাও বৃষ্টি হবে না এরকমটা নয়। বরং এ সময় মাঝেমাঝেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত টাইপের বজ্র বৃষ্টি হতে পারে।
ধন্যবাদ
Bangladesh Weather Observation Team Ltd.

বৃষ্টি বলয় সম্পর্কে আপডেট থাকুন এখানেঃ বৃষ্টিবলয়

Advertisements


Advertisements