
আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব – ২০২৫ , শারদীয় দুর্গোৎসব উপলক্ষে Bangladesh Weather Observation Team -BWOT এর পক্ষ থেকে আমি নয়ন আদিত্য সৌমিক সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয় দুর্গোৎসব চলাকালীন এই সময় দেশের আবহাওয়া কেমন থাকতে পারে ???
শারদীয় দুর্গোৎসবের ৬ দিনের মধ্যে গড়ে প্রতিদিন ই বৃষ্টিভেজা আবহাওয়া থাকতে পারে দেশের বিভিন্ন এলাকা। পূজার প্রথম ৩ দিনে দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, এরপর বাকি দিন গুলোতে দেশের দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে।
পূজার ভিতরে দেশে প্রতিদিন কমবেশি মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে , সুতরাং এটা মাথায় রেখে পূজার আয়োজন করবেন । দূর্গা পূজার ৬ দিন দেশের আবহাওয়া কেমন থাকতে পারে তা নিচে উল্লেখ করা হলো :-
২৭ শে সেপ্টেম্বর , ১০ ই আশ্বিন ( মহা পঞ্চমী ) :- রোজ শনিবার।
এদিন দেশের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা থাকতে পারে। দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে অর্থাৎ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রোদ মেঘের ফাকে ফাকে স্থানভেদে কয়েকদফা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পরবর্তী রাতেই সিলেট ও ময়মনসিংহ বিভাগেরভ অনেক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
এদিন দেশের উত্তর অঞ্চলের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুপুর হতে রাতের ভেতরে। একটানা বৃষ্টির সম্ভাবনা কম। মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ পুর্ব হতে উত্তর পশ্চিম দিকে।
২৮ ই সেপ্টেম্বর , ১১ শে আশ্বিন ( মহা ষষ্ঠী ) :- রোজ রবিবার।
এদিনও দেশের আবহাওয়া অনেকটা আগের দিনের কাছাকাছি থাকতে পারে। এদিন দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা থাকতে পারে, দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগে রোদ মেঘের ফাকে ফাকে স্থানভেদে কয়েকদফা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিন দেশের উত্তর অঞ্চলের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুপুর হতে রাতের ভেতরে। একটানা বৃষ্টির সম্ভাবনা কম। মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ পুর্ব হতে উত্তর পশ্চিম দিকে।
২৯ শে সেপ্টেম্বর , ১২ ই আশ্বিন ( মহা সপ্তমী ) :- রোজ সোমবার।
এদিন দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে রোদ মেঘের ফাকে ফাকে সল্পস্থায়ীভাবে কয়েকদফা বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের উত্তর অঞ্চলে দুপুরের পর ও রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা, দেশের দক্ষিণে বজ্রপাত কিছুটা কম থাকতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা কম।
মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিম দিকে।
৩০ শে সেপ্টেম্বর , ১৩ ই আশ্বিন ( মহা অষ্টমী ) :- রোজ মঙ্গলবার।
এদিন দেশের বৃষ্টিপাতের পরিমাণ পূর্ববর্তী দিনগুলোর তুলনায় কম থাকতে পারে। তবুও বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে।
এদিনও একটানা বৃষ্টির সম্ভাবনা কম। এদিন মেঘের গতিপথ থাকতে পারে গড়ে দক্ষিণ হতে উত্তর দিকে।
০১ লা অক্টোবর , ১৪ ই আশ্বিন ( মহা নবমী ) :- রোজ বুধবার।
এদিনও সকালে উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে। দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের ছোট ছোট বৃষ্টির পাশাপাশি দেশের উত্তর অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
অধিকাংশ বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর হতে রাতের ভেতরে।
উত্তরে বৃষ্টির সাথে বেশ বজ্রপাত থাকতে পারে। মেঘের গতিপথ ধীর গতির ও দক্ষিণ পঊর্ব থেকে উত্তর পশ্চিম দিকে হতে পারে।
০২ রা অক্টোবর , ১৫ ইং আশ্বিন ( বিজয়া দশমী ) :- রোজ বৃহস্পতিবার।
এদিন দেশের উত্তর অঞ্চলে যেমন রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও দেশের বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। ও দেশের দক্ষিণে উপকূলীয় এলাকা যেমন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিন উত্তর বঙ্গের কিছু এলাকায় রাতে একটানা বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে, তবে তা পরিবর্তন হতে পারে।
এদিন মেঘের গতিপথ থাকতে পারে গড়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে উত্তর উত্তর পশ্চিম দিকে।
নোট : উপরের পূর্বাভাস দেখে আমরা বুঝতে পারলাম পূজার সময় দেশের অধিকাংশ স্থানে গড়ে প্রতিদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কমবেশি, হয়তোবা অনেক এলাকায় ১ বা ২ দিন বৃষ্টি বন্ধ থাকতে পারে, তবে দেশের বেশ কিছু এলাকায় প্রতিদিন কিছু বৃষ্টির সম্ভাবনা আছে।
সুতরাং আপনারা এদিক বিবেচনা করে পূজার আয়োজন করবেন।
উৎসবের এই ৬ দিন মেতে থাকুন পরিবার ও প্রিয়জনদের সাথে । শান্তি ধারা বয়ে আনুক এই ত্রিভূবনে ।
ধন্যবাদ : Nayon Aditto Shoumik
Bangladesh Weather Observation Team Ltd.
আপডেট : ২২ শে সেপ্টেম্বর ২০২৫।
Advertisements