Advertisements


২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণীঝড়ের সম্ভাবনা

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2025-10-01
  • Reading time:2 mins read
  • Post author:
২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ

২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণীঝড়ের সম্ভাবনা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

সেই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো শক্তি বৃদ্ধি করে সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগামীকাল রাতে দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশে কি কি প্রভাব থাকবে?

নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর মূল বাতাসের তীব্রতা থাকতে পারে উড়িষ্যা উপকূলে। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের না পড়লেও, এর প্রভাবে ২-৩ তারিখে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে।

বৃষ্টি: বর্তমানে বাংলাদেশে বৃষ্টি বলয় প্রবাহ চালু আছে। এর প্রভাবে ইতোমধ্যে গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত বেশ ভারী বর্ষণ হয়েছে দেশের অনেক এলাকায়। বর্তমান সিস্টেমটির প্রভাবে আগামী ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 


এ সময়ে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

সিস্টেমটির বর্তমান তথ্যাবলীঃ

আরো দেখুনঃ মৌসুমি বৃষ্টি বলয় “প্রবাহ”

Advertisements


Advertisements