
সিস্টেম আপডেট ২ : নিন্মচাপ । আপডেট : পহেলা অক্টোবর বিকেল ৩ টা ৪৫ মিনিট।
ঝড়ের নাম : এই মুহুর্তে কোনো কোনো ঘূর্ণিঝড় নেই।
ঘূর্ণিঝড় এর অবস্থান :এখনো কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি।
নিন্মচাপটি আগামী ৬/১২ ঘন্টার ভেতরে গভীর নিম্নচাপে পরিনত হতে পারে। উপযুক্ত পরিবেশ পেলে এটি একটি দুর্বল ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে।
বন্দর হতে দূরত্ব : মংলা থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
বাতাসের গড় গতি : নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার।
বাতাসের সর্বোচ্চ গতি : দমকা আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত।
নিন্মচাপের সম্ভাব্য গতিপথ : উত্তর পশ্চিম দিকে।
সম্ভাব্য আঘাত হানার স্থান : আগামী ২ রা অক্টোবর বিকাল থেকে রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ হতে মধ্য উড়িষ্যা তৎসংলগ্ন এলাকায় গভীর নিন্মচাপ/দূর্বল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত করতে পারে।
জলোচ্ছ্বাস এর সম্ভাবনা : আমাদের দেশে জলোচ্ছ্বাস এর সম্ভাবনা কম, তবে দমকা বাতাসের কারনে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টির পূর্বাভাস : এর প্রভাবে দেশের উপর একটি শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হয়েছে, যা আগামী ৫ ই অক্টোবর পর্যন্ত চলতে পারে।
ঝড়ের সর্বোচ্চ ঝুকিপূর্ণ স্থান : উড়িষ্যা উপকূল তৎসংলগ্ন এলাকা।
সতর্ক সংকেত : ৩, আরও ২ দিন ৩নং সতর্ক সংকেত থাকতে পারে।
সাগরে ঢেউ এর উচ্চতা : সিস্টেম সেন্টারের আশেপাশে ৫ থেকে ৭ ফুট।
আঘাত হানার সময় বাতাসের গতিবেগ : উড়িষ্যা উপকূলে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি : মারাক্তক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা কম। তবে উড়িষ্যা উপকূলে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
ঝড়ের সম্ভাব্য স্থায়িত্ব : উড়িষ্যা উপকূলে ৫ থেকে ৭ ঘন্টা।
অন্যান্য : এর ফলে আমাদের দেশের উপকূলীয় এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এর ফলে সমুদ্র যথেষ্ট উত্তাল থাকতে পারে। তাই আপনারা ভুলেও কেউ নৌজান নিয়ে আবহাওয়ার অধিদপ্তর এর অনুমতি ব্যাতিত সাগরে মাছ ধরতে নামবেন না।
ধন্যবাদ : BWOT
Advertisements