
দেশের উপর আবারও সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয় প্রবাহ
আজ রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার কথা বললেও রংপুর রাজশাহী বিভাগে আজকে দুপুর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আলামত দেখা যায়। অর্থাৎ মূল বৃষ্টির শুরু হওয়ার আগেই, বেশকিছু স্থানে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
মূলত আজ রাত থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে বৃষ্টি বলয় প্রবাহ বিশেষভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। আর এই সক্রিয়তা পরবর্তী দুই দিনে এ অঞ্চলে অব্যাহত থাকার পাশাপাশি খুলনা ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ শেষ দিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও প্রভাব বিস্তার করতে পারে।
বৃষ্টি বলয় প্রবাহ আরো কতদিন সক্রিয় থাকবে?
বর্তমান পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি বলয় প্রবাহ ৬ অক্টোবর পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। ৭ তারিখে বৃষ্টিবলয় প্রবাহ দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু এর পরেও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না। বরং মৌসুমী বায়ু বিদায়ের আগ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টির প্রবণতা চলতে পারে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে।
মৌসুমী বায়ুর বিদায় সম্ভবত এই মাসের মাঝামাঝি। আমরা আশা করছি আগামী 14 থেকে 16 তারিখের মধ্যেই এ বছরের মত মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এবং এর সাথেই মৌসুমী বৃষ্টিপাতের ইতি ঘটতে পারে।
*//আমাদের আবহাওয়া অ্যাপে মাত্র ১০৫ টাকার সাবস্ক্রিপশনে সারা মাস আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকুন। নটিফিকেশন বা মেসেজের মাধ্যমে নিজ জেলার/উপজেলার তথ্য পেয়ে সকল আবহাওয়া জনিত ক্ষয়ক্ষতি হ্রাস করুন//*
অ্যাপ ডাউনলোড করুন এখানে
এরপর অক্টোবর মাসের বাকি দিনগুলোতে ও নভেম্বর মাসে সামুদ্রিক সিস্টেম অর্থাৎ লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে আরো কিছু বৃষ্টি বলয় আসতে পারে। । এগুলো সম্পর্কে সময় মত আপডেট পাবেন। তাই সবসময় আপডেটেড থাকতে আমাদের পেইজ, ওয়েবসাইট ও অ্যাপ এ নজর রাখুন।
ধন্যবাদ, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ
Advertisements