Advertisements


ধেঁয়ে আসছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কনকন।

শৈত্যপ্রবাহ কনকন
Extreme Weather Index : ECMWF

ধেঁয়ে আসছে দেশের দিকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কনকন।

এটি একটি আংশিক শৈত্যপ্রবাহ, মানে এই শৈত্যপ্রবাহ দেশের ৬৪ টি জেলায় সক্রিয় হতে পারবে না।

সম্ভাব্য সময়সূচি : ২৮ শে ডিসেম্বর হতে ৭ ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত।

অধিক সক্রিয় সময়সূচি : ৩১ শে ডিসেম্বর হতে ৭ ই জানুয়ারি পর্যন্ত।

সর্বাধিক সক্রিয় : রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায়।


বেশ সক্রিয় : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, ও গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বিবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ও এর পার্শ্ববর্তী এলাকা।

কম সক্রিয় : বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা।

সক্রিয়তা নেই : দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম।

শৈত্যপ্রবাহ কনকন এ কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে? 

এই শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা, +৬ থেকে +৮° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

অপরদিকে, দিনাজপুর, রংপুর, নিলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +৭ থেকে +৯° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে মূল সক্রিয় সময়ে শৈত্যপ্রবাহ বইতে পারে।

অপরদিকে, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, মানিকগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার, ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +৯ থেকে + ১০° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

শৈত্যপ্রবাহ কনকন এ কুয়াশাবেল্ট থাকবে কি?

কুয়াশাবেল্ট : শৈত্যপ্রবাহ শুরুর প্রথম ২ বা ৩ দিন দেশে কুয়াশাবেল্ট এর দাপট বেশি থাকতে পারে, এরপর কুয়াশাবেল্ট বেশ হ্রাস পেতে পারে ও দিনে মোটামিটি রোদ পাওয়া যেতে পারে দেশের অধিকাংশ এলাকায়।

শৈত্যপ্রবাহ কনকন চলাকালীন সময়ে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং অধিকাংশ এলাকায় রাতে কনকনে ঠান্ডা পড়তে পারে।

শৈত্যপ্রবাহ কনকন চলাকালীন সময়ে দেশের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

নিয়ম অনুযায়ী ঢাকা শহর ও দেশের উপকূল ঘেসা এলাকায় শৈত্যপ্রবাহ আসছে না, তবে এসকল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা +১০° থেকে +১৪° পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, যা খাতা কলমে শৈত্যপ্রবাহ না হলেও বেশ শীতল আবহাওয়া।

নোট : প্রাকৃতিক কারনে শৈত্যপ্রবাহ কনকন এর শক্তি কিছু হ্রাস বা বৃদ্ধি পেতে পারে ও এর সময়সূচি কিছুটা পরিবর্তন বা বিলুপ্তি হতে পারে।

পোস্ট টি সর্বোচ্চ সেয়ার করে সকলকে জানিয়ে দিন অথবা কপি বা অন্য যেকোনো উপায়ে সকলকে জানিয়ে দিন।

গুরুত্বপূর্ণ নোট : সবচেয়ে নির্ভরশীল নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন ও যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সেগুলো ব্যাবহার করুন।

শৈত্যপ্রবাহ কনকন নামকরণে : BWOT
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements