Advertisements


সিস্টেম আপডেট ৩ | ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১১:৪০ টা

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2025-11-26
  • Reading time:1 min read
  • Post author:

সিস্টেম আপডেট ৩ | ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১১:৪০ টা!!

সিস্টেম ১: মালাক্কা প্রনালীতে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় “সেনিয়ার” এ পরিনত হয়ে সুমাত্রার পূর্ব দিকে আঘাত হেনেছে৷ এটি আগামী ২৪-৪৮ ঘন্টায় ঐ একই এলাকায় থেকে দূর্বল হয়ে যেতে পারে।

বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৭৫কিমি/ঘন্টা, যা দমকা হাওয়াসহ ৯০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
*এর থেকে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর সম্পূর্ণ নিরাপদ৷

সিস্টেম ২: শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০কিমি/ঘন্টা, যা দমকা হাওয়াসহ ৫৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি আগামী ১২-২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিনত হতে পারে৷ এবং পরবর্তীতে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


*এখন পর্যন্ত এটি থেকেও বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর নিরাপদ। তবে ১-৩ তারিখে এর দূরবর্তী প্রভাবে গভীর সাগর কিছুটা উত্তাল হতে পারে।

লেটেস্ট সব আপডেট পেতে নিয়মিত আমাদের আপডেট গুলো ফলো করুন।
ধন্যবাদ
Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements