Advertisements


দৈনিক আবহাওয়া বার্তা


তারিখ : ০৫ নভেম্বর ২০২১, শুক্রবার।
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা সহ দেশের আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।

তাপমাত্রা : রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতেপারে।
বৃষ্টি : সম্বাবনা নেই কোথাও।
কুয়াশা : মধ্য রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়)।

উজ্জ্বল সূর্যের কিরণ : উত্তরাঞ্চলে অঞ্চলে ৩ থেকে ৪ ঘন্টা পাওয়া যাবে।
এবং দক্ষিনাঞ্চলে ৪-৬ ঘণ্টা পাওয়া যাবে।
সকল এলাকায় ম্লান সূর্যের কিরণ ৩-৪ঘন্টা পাওয়া যাবে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ ব্যতিক্রম।


শৈতপ্রবাহ : নেই
কুয়াশা প্রবাহ : নেই।
ধোয়াশা : সক্রিয় আছে
ধোয়াশা প্রবাহ : দূর্বলভাবে চালু আছে দেশের সকল এলাকায়।

নিন্মচাপ : নেই
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
ভূমিকম্প :
ঘূর্ণিঝড় : নেই
বৃষ্টি বলয় : নেই।
ধন্যবাদ: BANGLADESH WEATHER OBSERVATION TEAM
UPDATE : 4TH NOV AT 9:00 PM BST

Advertisements


Leave a Reply

Advertisements