Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ১৬ ই মার্চ হতে ২৩শে মার্চ ২০২২

BWOT সাপ্তাহিক আবহাওয়া বার্তা।
সময়সূচি : ১৬ ই মার্চ হতে ২৩ শে মার্চ, ২০২২ পর্যন্ত।

আকাশ : সপ্তাহজুড়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিস্কার থাকতেপারে।
সপ্তাহ শেষে কক্সবাজার জেলার উপর কিছুটা মেঘের দেখা মিলতে পারে।

বৃষ্টি : এই তারিখের ভেতরে দেশের উপর বৃষ্টির কোন সম্ভাবনা পাওয়া যাচ্ছেনা।
তবে সপ্তাহ শেষে কক্সবাজার ও সিলেট জেলার দু এক স্থানে সামান্য বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।

তাপপ্রবাহ : খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতেপারে দিনের বেলায়।

কুয়াশা : চলতি সপ্তাহে দেশের সকল নদী অববাহিকায় রাতে ও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতেপারে। তবে দক্ষিণ উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তেপারে।

কুয়াশাবেল্ট : নেই
ধোঁয়াশাছন্ন / ধোঁয়াশা : স্বাভাবিক

শিলাবৃষ্টি : নেই
কালবৈশাখী : নেই
সতর্ক সংকেত :
সমুদ্র :
উত্তর বঙ্গপোসাগর : নিরাপদ থাকবে।
সূর্য বা চন্দ্রগ্রহণ : না চলতি সপ্তাহে কোন গ্রহণ নেই।
বজ্রপাত : নেই
সিস্টেম : সপ্তাহে মাঝামাঝি গভীর সাগরে একটি সিস্টেম তৈরি হতেপারে, যেটা মায়ানমার যেতেপারে।

বৃষ্টিবলয় : নেই
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : প্রতিদিন গড়ে স্থানভেদে ৭ থেকে ৯ ঘন্টা।
তীব্র সূর্যের কিরণ গড়ে প্রতিদিন ৩ ঘন্টা।

আসুন একনজরে দেখেনেই এইসময় দেশের ৮ টি বিভাগে গড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।

তাপমাত্রা পূর্বাভাস কিছুটা হেরফের হতেপারে।
নোট : এই পূর্বাভাস টি শুধুমাত্র মার্চ মাসের ২৩ তারিখ পর্যন্ত, সুতরাং এর পরবর্তী সময়ের পূর্বাভাস এখানে দেওয়া হয়নি।

আবহাওয়া তথ্য সূত্র : Bwot weather
post update : ১৫ ই মার্চ বিকেল ৪ টা বেজে ১৮ মিনিটে।

Advertisements



Advertisements