Advertisements


সাপ্তাহিক আবহাওয়া পূর্বাভাস । তারিখ : ৫ ই আগস্ট হতে ১১ ই আগস্ট ২০২৩ পর্যন্ত।

সাপ্তাহিক আবহাওয়া পূর্বাভাস । তারিখ : ৫ ই আগস্ট হতে ১১ ই আগস্ট ২০২৩ পর্যন্ত।
সৌজন্যেঃ BANGLADESH WEATHER OBSERVATION TEAM- BWOT

আকাশ : এই সপ্তাহ জুড়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতেপারে দেশের অধিকাংশ এলাকায়।

বৃষ্টি : গত সপ্তাহ অপেক্ষা এই সপ্তাহে দেশের সার্বিক বৃষ্টির পরিমান অনেক বেশি থাকতেপারে।
এই সপ্তাহে দেশের সকল এলাকায় পর্যায়ক্রমে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।
তাই এই সপ্তাহ হতেযাচ্ছে একটি বৃষ্টিময় সপ্তাহ, যেখানে এতদিন ধরে যারা ভারিবৃষ্টির জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতেপারে।
এই সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
এই এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে ইনশাআল্লাহ।

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলমান থাকলেও ৬ ই আগস্ট হতে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশ বৃদ্ধি পেতেপারে।


তাপপ্রবাহ : চলতি সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই তেমন কোনো, তবে সারাদেশে কিছুটা ভ্যাবসা গরম অব্যাহত থাকবে।

বজ্রপাত : চলতি সপ্তাহে দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় স্বাভাবিক বজ্রপাত থাকতে পারে। দেশের পশ্চিম অঞ্চলে তুলনামূলক বেশি বজ্রপাত।

বৃষ্টিবলয় : শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় ধারা চলবে সপ্তাহ জুড়ে।

বন্যা : চলতি সপ্তাহে দেশের রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যার সম্মুখীন হতেপারে।

খরা : নেই

দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : চলতি সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় প্রতিদিন সামান্য সময় ধরে উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যেতে পারে।

সিস্টেম : চলতি সপ্তাহে বঙ্গপোসাগরে কোন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই।

সাগর উত্তাল : সপ্তাহ শুরুতে মৌসুমী বায়ুর তারতম্যের কারনে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে, ফলে মাছধরা নৌকা ও ট্রলার হয়তো গভীর সাগরে যেতে পারবে না। তাই উপকূলের কছাকাছি থেকে সরকারী নির্দেশনা মেনে চলুন।

বিবরন : এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে বেশ বেশি বৃষ্টি হতেপারে।
আসলে চলতি সপ্তাহে মৌসুমী অক্ষরেখা দেশের অভ্যন্তরে সক্রিয় থাকার দরুণ অনেক বৃষ্টি হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে। সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া আফিসের আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।
*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

ধন্যবাদ : ©Bangladesh Weather Observation Team (BWOT)
পোস্ট আপডেট : ৪ ঠা আগস্ট রাত ৯ টা বেজে ৪ মিনিটে।

Advertisements


Advertisements