Advertisements


নভেম্বরের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাগরে নতুন সিস্টেম!!

নভেম্বরের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা
ECMWF Model : Tropicaltidbits

নভেম্বরের শেষে দেখা দিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাগরে তৈরি হতে পারে নতুন সিস্টেম!!

গত ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের পরে বঙ্গোপসাগর বেশ কিছুদিন নিরব ছিল। ঘূর্ণিঝড় মন্থার পর একটি লঘুচাপ ছাড়া সাগরে উল্লেখযোগ্য আর কোন সিস্টেম তৈরি হয়নি এবং সাগরও উত্তাল হতে দেখা যায়নি। সেই সাথে সারাদেশে বৃষ্টি বিরতি চলছিল। এবার নভেম্বরের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে দীর্ঘ নীরবতা ভেঙে আবারো বঙ্গোপসাগর একটিভ হতে চলেছে। সকল পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ আসতে পারে। এতে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে মাসের শেষে।

এবং এর প্রভাবেই বাংলাদেশের বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এ সময়ে শীতকালীন শাকসবজি চাষ ও পরিপক্ক ফসল কর্তনের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে।

মাস শেষে বৃষ্টিপাত হলে করণীয় কি??

ঘূর্ণিঝড় মৌসুমে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কারণে মাঝে মাঝে বৃষ্টিপাত ফিরে আসা একটি স্বাভাবিক বিষয়। এই বৃষ্টিপাতের সাথেই আমাদের বেড়ে ওঠা। তাই, স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত হলেও এর পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজকর্ম অব্যাহত রাখতে হবে। যেমন বৃষ্টির সময় কাজ বন্ধ রেখে বৃষ্টি চলে গেলে আবারও কাজ চলমান রাখতে হবে। এতে যথাসম্ভব কম সময় কাজের বিঘ্ন ঘটবে।


কিন্তু আবহাওয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি। তাই কোন সময় কি পরিস্থিতি থাকতে পারে তার উপর ভিত্তি করে আপনার কাজের সিডিউল নির্ধারণ করুন।

এক্ষেত্রে এ সময় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেও কাজ সম্পন্ন করতে পারেন। এবং পরিস্থিতি অনুযায়ী কাজ কন্টিনিউ রেখে বাড়তি ক্ষয়ক্ষতি মুক্ত থাকতে পারেন। এর জন্য আমাদের আবহাওয়া অ্যাপ ডাউনলোড করে মাত্র ১০৫ টাকা ব্যয় করে সারামাস নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখুন।
অ্যাপ ডাউনলোড করুন এখানে

এ সময় শীতের কি অবস্থা হবে?

বর্তমানে শীতের তীব্রতা বৃদ্ধি পেলেও আগামীকাল থেকে কিছু উষ্ণ বায়ুর প্রবাহের কারণে শীতের মাত্রা কিছুটা কমে আসতে পারে। আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার মান সামান্য বৃদ্ধি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।

তবে মাসের শেষ সপ্তাহে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রাই কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এ মাসের বাকি সময়ে উল্লেখযোগ্য ভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মত সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ডিসেম্বরেই আসতে পারে প্রকৃত শীত।

সম্ভাব্য সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশে আসবে কি?

একটি ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে তার ফর্মেশন পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হয়। এরপর এর সৃষ্টি হওয়ার স্থান এবং সেইসময়ের পারিপার্শ্বিক বায়ুমন্ডলের অবস্থা বিশ্লেষণ করে এর সম্ভাব্য গতিপথ নির্ণয় করা যায়।

তাই সম্ভাব্য সিস্টেমটির গতিপথ কোন দিকে হবে বা বাংলাদেশে আসবে কিনা এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতে সিস্টেমটির গঠন প্রক্রিয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুতরাং সেই সময় পর্যন্ত সব সময় লেটেস্ট আপডেট অনুসরণ করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team ltd.

Advertisements


Advertisements