Advertisements


দৈনিক আবহাওয়া বার্তা | ২৪ ডিসেম্বর ২০২১

দৈনিক আবহাওয়া বার্তা
তারিখ : ২৪ শে ডিসেম্বর ২০২১ শুক্রবার  ৯ ই পৌষ শীতকাল। ১৯ শে জমাদিউল আওয়াল।
আকাশ : দেশের আকাশ  প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে সিলেট বিভাগের বেশকিছু এলাকায় আংশিক মেঘলা থাকতেপারে।
.
বৃষ্টি : সিলেট বিভাগের সামান্য এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতেপারে।
.
তাপমাত্রা : দেশের দিনের তাপমাত্রা ও রাতের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
.
বৃষ্টিবলয় : সক্রিয় নেই
পরবর্তী বৃষ্টিবলয় : শীতল ডিসেম্বরের শেষে। রংপুর, সম্ভাব্য।
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই
পরবর্তী শৈত্যপ্রবাহ :
.
দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : নেই
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ :  স্থানভেদে ২ থেকে ৪ ঘন্টা, ও  ম্লান সূর্যের কিরণ ৩ থেকে ৫ ঘন্টা।
.
কুয়াশা : ভোররাতে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা পড়তেপারে।
কুয়াশাবেল্ট : দেশের মধ্যাঞ্চল/নদী অববাহিকায় প্রায় দুপুর পর্যন্ত কুয়াশা বেল্ট থাকতে পারে।
সতর্ক সংকেত : নেই
পরবর্তী সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল! নেই
কালবৈশাখী ফরমেশন : 66 d,  02 h, 00s, কাউন্টডাউন।
.
সূর্যগ্রহণ : ৩০ শে এপ্রিল ২০২২ রাতে
চন্দ্রগ্রহণ : আগামী ১৬ ই মে ২০২২ সাল ,
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ৩৮ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১৮ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৪০ মিনিট।
.
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে, এবং আরও অনেকদিন স্বাভাবিক থাকতেপারে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই

সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪৬. ৯৭° দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য আপনার এলাকা থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে (কর্কটক্রান্তি রেখা)
.
আসুন এক নজরে দেখেনেই আগামী ২৪ শে ডিসেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
বিভাগের নাম:          সর্বোচ্চ :           সর্বনিম্ন :
ঢাকা,                          ২৬°                 ১৫° সে.
চট্টগ্রাম,                      ২৭°                 ১৬°
রাজশাহী,                   ২৪°                 ১২°
খুলনা,                        ২৫°                 ১৩°
সিলেট,                       ২৫°                 ১৫°
বরিশাল,                     ২৫°                 ১৩°
রংপুর,                        ২৪°                 ১২°
ময়মনসিংহ,                ২৫°                 ১৩°সেলসিয়াস।
.
কলকাতা,                   ২৬°                 ১৪° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
.
Weather of Kolkata : আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে।
বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।  দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ৭ থেকে ৮ ঘন্টা পাওয়া যাবে তবে ম্লান।
ভোররাতে ও সকালে হালকা কুয়াশাছন্ন থাকতেপারে।
কোন প্রকার দূর্যোগের সম্ভাবনা নেই।
শৈত্যপ্রবাহ নেই।
.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ২৩ শে ডিসেম্বর রাত ৮ টা বেজে ৩৩ মিনিটে।

AdvertisementsLeave a Reply

Advertisements