Advertisements


বৃষ্টিবলয় শ্রাবণীর বিদায়ী ঘন্টা, আসছে নতুন বৃষ্টিবলয় !

বৃষ্টিবলয় শ্রাবণীর বিদায়ী ঘন্টা
Satellite Image: Windy

বৃষ্টিবলয় শ্রাবণীর বিদায়ী ঘন্টা, আসছে নতুন বৃষ্টিবলয় !

দেশের অনেক এলাকার মানুষদের ডুবিয়ে, হাসিয়ে কাঁদিয়ে আজ বিদায় নিতে যাচ্ছে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় শ্রাবণী।

বিদায় বেলায় শ্রাবণী আজ, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু এলাকায় সক্রিয় ছিলো।
বৃষ্টিবলয় শ্রাবণীতে দেশের অনেক এলাকায় ব্যাপক বৃষ্টি ঘটালেও সবচেয়ে কম বৃষ্টি হয় রংপুর বিভাগে, তারপর রাজশাহী বিভাগে।


সবচেয়ে বেশি বৃষ্টি হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ও সেভেন সিস্টার ( ইন্ডিয়া) রাজ্য গুলোতে।

বৃষ্টিবলয় শ্রাবণীর বিদায়ী ঘন্টার পর বৃষ্টিপাত হ্রাস পাবে কবে?

আজ যেহেতু বৃষ্টিবলয় শ্রাবণীর বিদায়ী ঘন্টা, আমরা আশাকরি আগামীকাল ২৮ শে আগস্ট হতে দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ অনেকটা হ্রাস পেতে পারে।

তবে বড় বৃষ্টি ও ব্যাপক এরিয়া নিয়ে বৃষ্টি না থাকলেও আকস্মিকভাবে দেশের বেশ কিছু এলাকায় সল্পস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রতিদিন।

তবে আগামী ৩ রা সেপ্টেম্বর থেকে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা বেশ বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে আগামীকাল থেকে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সল্পস্থায়ীভাবে প্রতিদিন কিছুটা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরো পড়ুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

সাগরে আবার লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বন্যা কবে শেষ ?

আগামী ২৯ শে অগাস্ট সাগরে একটি মৌসূমী সিস্টেম (Lpa) সৃষ্টি হতে পারে যেটা ভারতের উড়িষ্যা প্রদেশ এ আঘাত করতে পারে। এর প্রভাবে, আগামী ৩০ শে অগাস্ট হতে ২ রা সেপ্টেম্বর পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে।

এখন একটি সুখবর হলো, যেহেতু দেশ থেকে বৃষ্টিবলয় চলে যাচ্ছে, এই অবস্থায় দেশ সহ দেশের পার্শ্ববর্তী এলাকায় বন্যা ঘটানোর মতো ভারি বৃষ্টির সম্ভাবনা আর নেই, সুতরাং দেশের বন্যা কবলিত সকল এলাকার পানি খুবই দ্রুত নেমে যাবে আল্লাহ চাইলে।

আর আগামীকাল হতে পরপর ২ সপ্তাহ দেশের অধিকাংশ এলাকায় প্রবল ভ্যাপসা গরম ( গুমোট) পড়তে পারে।

পরবর্তী বৃষ্টিবলয় কবে?

আমরা ধারনা করছি সেপ্টেম্বর এর ১২ থেকে ১৫ তারিখের আশেপাশে দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টি বলয় আসতে পারে, যেটা হয়তোবা দেশের রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে।

বৃস্টি বলয় নামকরণ ঈশান, অথবা ঢল হতেপারে, বৃষ্টি বলয়ের তীব্রতার ধরন অনুযায়ী।
সুতরাং আপনারা আপাতত ২ সপ্তাহ উপভোগ / জালাভোগ করতে থাকুন, তাপপ্রবাহ গুমোট।

আরও বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন।
ও সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া অফিসের পূর্বাভাস দেখুন।

ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ (Founder, Bangladesh Weather Observation Team- BWOT)
Post Update : 27th August at 12:16 pm BST ( 2024)
Lpa = Low pressure area (লঘুচাপ/ নিম্নচাপ)

Advertisements


Advertisements