Advertisements


সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপডেট ২ | 25 শে নভেম্বর 9:30 PM BST

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2024-11-25
  • Reading time:1 mins read
  • Post author:
সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপডেট ২

সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপডেট ২ | 25 শে নভেম্বর 9:30 PM BST

সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপডেট ২ অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহা সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিনত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।

এটি ২৫ শে নভেম্বর রাত ৯ টা বেজে ০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ২০১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২০৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বর্তমান বাতাস ও সর্বশেষ পুর্বাভাস

নিম্নচাপ কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।

এই মুহুর্তে সিস্টেম টি দেশের উপকূল হতে অনেক দুরে থাকায় এর কোন প্রভাব দেশের উপর ও উপকূলে পড়ছে না।
তবে সিস্টেম টি সরাসরি আমাদের দেশে আঘান হানার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু এটি সাধারণ ঘূর্ণিঝড় আকারে আগামী ৩০ শে নভেম্বর অন্ধ্রপ্রদেশ/তামিলনাড়ু এর আশেপাশে দক্ষিণ ভারতীয় উপকূলে আঘাত করতে পারে।


সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টি কবে হবে?

বৃষ্টি : এই সিস্টেম এর প্রভাবে আগামী ২৮ শে নভেম্বর হতে ২ রা ডিসেম্বর পর্যন্ত দেশের দক্ষিনাঞ্চলে (খুলনা বিভাগের দক্ষিণাংশ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে) বৃষ্টিবলয় আঁখি সক্রিয় হতে যাচ্ছে।
তবে দেশে কোন ঝড়ের আশঙ্কা নেই আল্লাহর রহমতে।
কিন্তু দেশের দক্ষিণে ও উপকূলীয় এলাকায় বৃষ্টির কারনে রবি মৌসুমের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে, যা এড়াতে আপনারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখতে পারেন।

আরো জানুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

আরও বিস্তারিত আপডেট আসছে ও এই ব্যপারে অনেক আপডেট এই পেজে দেওয়া আছে।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team ( BWOT)
বিঃদ্রঃ গ্রাফিক এ ট্র‍্যাক দেখুন

Advertisements


Advertisements