দেশের অভ্যন্তরে বজ্রবৃষ্টির জন্য কিছু অনুকূল পরিবেশের কারণে আজকে দেশের অভ্যন্তরে বিশেষ করে মধ্যাঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে পারে, কিছু এলাকায় অলরেডি হচ্ছে। যা থেকে দেশের দক্ষিণ মধ্য অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু এলাকা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি পেতে পারে। এবংআজকেও বৃষ্টিপাতের সাথে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আজ বিকাল ৪ হতে পরবর্তী ৬ থেকে 12 ঘণ্টার মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তা হলঃ
কুমিল্লা , মাদারীপুর, শরীয়তপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম , (সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট জেলার উপকূলীয় এলাকা) ও এর পার্শ্ববর্তী এলাকা। তবে সকল এলাকায় নয়।
উক্ত সময়ে এই অঞ্চল গুলোর কিছু কিছু অংশে বা বেশিরভাগ অংশে ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বিঃদ্রঃ উল্লেখিত সকল স্থানেই যে ঝড় বৃষ্টি হবে এর কোন নিশ্চয়তা নেই। বরং এসব অঞ্চলেই সম্ভাবনা বেশি। এছাড়া এর বাইরেও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা প্রয়োজন সাপেক্ষে আপডেট করা হবে ইনশাআল্লাহ।
নিচের চিত্র হতে মেঘ তৈরি হওয়ার স্থান এবং তার গতিবিধি সম্পর্কে ধারণা নিতে পারেন।
Advertisements